গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নিশাদ বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, তার বহিষ্কারের চিঠি আমি হাতে পেয়েছি।
চিঠিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় নাহিদুজ্জামান নিশাদকে দলীয় পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে দলের কোনো নেতাকর্মীকে তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ভোট বর্জন করেছিল। ওই আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মারা যাওয়ার পর অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে অংশ নেন নাহিদুজ্জামান নিশাদ। তবে তার আগে, তাকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং অল্প সময়ের মধ্যেই জেলা কমিটিতে সহসভাপতির পদ লাভ করেন। এ সময় তিনি দাবি করেছিলেন, বগুড়ায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
রিপন আকন্দ/এএমকে