খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোজাহিদুর মোড়ল, ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন, বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান ও উপজেলার সাহস ইউনিয়নের হাফিজুর রহমান নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মোজাহিদুর সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুলসহ চারজন মারা যান। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপর পিকআপ চালক ও হেলপার পালিয়ে যান।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, দুর্ঘটনার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে।
বিজ্ঞাপন
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোহাম্মদ মিলন/আরকে/জেএস/আরএআর