রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে ‘দৃশ্যমান’ ভূমিকা রাখতে হবে : গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়া বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।
কক্সবাজারে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক সংলাপ ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ : টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ এর দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব উপস্থাপন করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৫ আগস্ট) ইনানীর সমুদ্র পাড়ের একটি হোটেল আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অধিবেশনে দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতারা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেখানে আন্তর্জাতিক সম্মেলনটিতে রোহিঙ্গা সংকট বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
জামায়াত থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সংঘটিত নিপীড়ন, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বাংলাদেশে দীর্ঘ আট বছর ধরে চলমান মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেছেন দলটির সেক্রেটারি জেনারেল।
এসময় গোলাম পরওয়ার আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো শরণার্থীর মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
সংলাপের আয়োজকরা জানিয়েছেন, কক্সবাজারের এই আন্তর্জাতিক আলোচনায় গৃহীত প্রস্তাবনা ও অভিজ্ঞতা সেপ্টেম্বরে জাতিসংঘে অনুষ্ঠিতব্য হাই-লেভেল কনফারেন্সে উপস্থাপন করা হবে।
এসএম