মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানির কর্মচারী (সুপারভাইজার) জুনায়েদ সরদারকে (২৩) গুলি করেছে দুর্বৃত্তরা। কর্মস্থলে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেলে এসে তাকে গুলি করে চলে যায়। তার কোমর ও দুই পায়ে মোট তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা টু সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত সুপারভাইজার জুনায়েদ সরদার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তিন তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো জুনায়েদ তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩০০ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌঁছালে একটি মোটরসাইকেলে যোগে তিনজন দুর্বৃত্ত এসে জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। একটি গুলি কোমরে আর দুই পায়ে দুটি গুলি করে দ্রুত সরে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ জুনায়েত সর্দারকে প্রথমে নিমতলা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, সকালে অফিস করাকালীন সময়  জানতে পারি  আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পেছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে।

বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন, আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না। 

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, জুনায়েদ সর্দার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে বলে শুনেছি। তবে ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। কোম্পনীর অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ব. ম শামীম/আরএআর