চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে ভারতে পাচারকালে আটটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) এবং একই এলাকার মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৯)। তাদের উভয়ের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি-৬ এর একটি বিশেষ আভিযানিক দল দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘড়িয়া তেমাথা এলাকায় টহল দিতে থাকে। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে এগোলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা না থেমে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে তাদের আটক করে।

পরবর্তীতে আটক আব্দুল মোমিনের কোমরে অভিনব কায়দায় স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

আফজালুল হক/আরএআর