কাভার্ডভ্যান চালক-হেলপারের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার
যশোরে পুলিশের অভিযানে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে যশোরের চাঁচড়া-পালবাড়ি হাইওয়ে সড়কে কাভার্ডভ্যান (ট-১১-২১৭৭) তল্লাশির সময় তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন, চালক ফরহাদ হোসেন (৩২) ও হেলপার সাকিব হোসেন (১৯)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, তল্লাশির সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় এসআই শেখ আবু হাসান কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক দুজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজওয়ান বাপ্পী/এমএসএ