সাতক্ষীরার সদরের ফিংড়ী বাজারের সবুর মার্কেটে লাইসেন্সবিহীন জ্বালানি তেলের গোডাউনে আগুন লেগে দুইজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মেসার্স অরুপ স্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ধোঁয়া ও আগুনে দগ্ধ হন শান্তি ঠাকুর ও হাফিজুল সরদার। স্থানীয়রা তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সরেজমিনে জানা গেছে, সরকারি খাস জমি দখল করে তৈরি সবুর মার্কেটে কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে দাহ্য পদার্থ বিক্রি হচ্ছিল। আইন অনুযায়ী বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া এ ধরনের ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়রা বলছেন, সাতক্ষীরার পৌর শহর থেকে ইউনিয়নের হাট-বাজার পর্যন্ত অসংখ্য অবৈধ দোকান খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে। এসব দোকানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা নাশকতার ঝুঁকি রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রি অত্যন্ত বিপজ্জনক। এতে মানুষের জীবন ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়ছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ বলেন, অবৈধ এসব তেলের গোডাউন শনাক্ত করে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ইব্রাহিম খলিল/আরকে