নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর একই পরিবারের দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুরা হলো বিবি ফাতেমা (৭) ও জোবায়েদা (৪)। তারা সম্পর্কে খালাতো বোন।
বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হজু পাটোয়ারি বাড়ির সামনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এর আগে, বিকেল ৫টার পর থেকে তারা নিখোঁজ ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহত বিবি ফাতেমা ওই বাড়ির মো. শাকিলের মেয়ে এবং জোবায়েদা মো. হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। সন্ধ্যা নেমে এলেও তারা ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সোয়া ১০টার দিকে প্রথমে ফাতেমার মরদেহ পুকুরে ভেসে ওঠে। স্বজনরা তাকে উদ্ধার করার পর অন্য শিশুটির খোঁজে পুকুরে নামলে জোবায়েদার মরদেহ ডুবন্ত অবস্থায় খুঁজে পান।
দৌলতখান থানার উপ-পুলিশ পরিদর্শক মাইনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
মো.খাইরুল ইসলাম/এআইএস