গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল মোড়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। 

এ সময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ও ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এতে উভয় দিকেই সড়কে যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবে সামনে আসেন। সেখানেও তারা অবস্থান করে জাতীয় পার্টি নিষিদ্ধ ও ভিপি নুরের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। পরে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম,  সদস্য সচিব রবিউল আজম, যুব অধিকার পরিষদের সেক্রেটারি ফজলে রাব্বি, ছাত্র অধিকার আন্দোলনের সভাপতি শাহিন আলম, সেক্রেটারি মো. রিদয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

সমাবেশে বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা সদস্যরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, তারপর জাতীয় পার্টি। ঘটনার সময় নুরুল হক নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করে। এরপর ওই ব্যক্তিকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর