নিখোঁজ কৃষকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে আয়নাল হক (৬৫) নামের এক কৃষকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সকালে পূর্ব আটপাড়া গ্রামের নিজস্ব কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হক ওই এলাকারই বাসিন্দা।
নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, আমদের কারও সাথে আমার স্বামীর কোনো মান অভিমানের ঘটনা ঘটেনি। রাত ৮টা থেকে তাকে আমরা বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না।
বিজ্ঞাপন
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, নিহতের স্ত্রী শাহিদা বেগমের বরাতে জানা গেছে—শনিবার রাত আটটার পর থেকে আয়নাল হক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
ওসি আরও বলেন, মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে শিয়ালে হয়তো ওই সমস্ত জায়গায় আঘাত করছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা সেই বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব.ম শামীম/এমএএস