মোবারক হোসাইন
খুনিদের বিচার ছাড়া এ দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না
খুনিদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
রোববার (৩১ আগস্ট ) যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মোবারক হোসাইন বলেন, গণআন্দোলনের ফলে ১৪ শতাধিক শহীদের রক্তের বিনিময়ে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। জাতি ভেবেছিল আদর্শ সমাজব্যবস্থা ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত একটি দেশ গড়ে উঠবে। কিন্তু আজ আমরা দেখি, নানা ষড়যন্ত্র ও আধিপত্যবাদী নীতি এ দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা রোডম্যাপ তৈরি করছেন ভালো কথা, কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে।
বিজ্ঞাপন
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী আজীজুর রহমান ও অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস।
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, যশোর-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।
রেজওয়ান বাপ্পী/আরএআর