নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে রুকাইয়া আক্তার (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও আলিফা নুর (১২) নামে অপর এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রুকাইয়া কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। নিখোঁজ আলিফা একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায় রুকাইয়া ও আলিফা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পরে রুকাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোসলেম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। রংপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
শরিফুল ইসলাম/এএমকে