পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় খাদ্য উৎপাদনে ভয়াবহ অনিয়মের অভিযোগে মিষ্টার ফুট বেকারি অ্যান্ড কনফেকশনারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোদা উপজেলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়।

অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কেকসহ নানা খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল পচা ডিম, পোড়া ও নিম্নমানের পাম তেল এবং রং।

এ সময় কারখানাটিকে ২০ হাজার টাকা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রবিউল ইসলাম।

এছাড়া পৌরসভার দাড়িপাড়া এলাকার নর্থ বেঙ্গল মুড়ির মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, , “অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “জনগণের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মানুষের খাদ্যের সঙ্গে কোনো ধরনের ভেজাল বা অসাধুতা সহ্য করা হবে না। এ ধরনের অভিযান চালু থাকবে এবং নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো. নুর হাসান/এমটিআই