মাদারীপুরে মাকে অচেতন করে কোল থেকে তিন মাস বয়সী মেয়েকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবচর পৌরসভার উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা রহিমা আক্তারকে চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার চক বাজার জামে মসজিদের মোয়াজ্জিন রফিকুল ইসলাম তার স্ত্রী ও তিন মেয়েসহ পৌরসভার ডিসি রোড এলাকার হাজী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন। মঙ্গলবার দুপুরে রফি রহিমা আক্তার তার তিন মাস বয়সী শিশু কন্যা মারিয়াকে কোলে নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। প্রায় এক ঘণ্টা পর রহিমা আক্তার শিশুটিকে ছাড়া একা বাসায় ফেরেন। এ সময় বাসার লোকজন মারিয়ার কথা জিজ্ঞেস করলে রহিমা জ্ঞান হারান।

জ্ঞান ফিরলে রহিমা আক্তার জানান, বাজারে যাওয়ার পথে রাস্তার মাঝে কেউ তাকে অচেতন করে মারিয়াকে ছিনতাই করে নিয়ে গেছে। আর তাকে শিবচর উপশহর এলাকায় ফেলে রেখেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি কোনোমতে বাসায় এসেছেন। তার কোনো কিছুই মনে নেই আসলে তার সঙ্গে কি ঘটেছে। এমন করে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে রহিমা বেগম বারবার জ্ঞান হারালে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের একাধিক টিম শিশুটি উদ্ধারে কাজ করছে।

শিশুটির বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী প্রায় দুই মাস যাবত মানসিকভাবে একটু অসুস্থ। আজ আমাদের শিশু কন্যা মারিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে সে একা বাড়িতে ফিরে এসেছে। মারিয়ার কথা জানতে চাইলে সে জানায়, রাস্তার মাঝে কেউ তাকে চেতনানাশক নিয়ে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। সে একেক সময়ে একেক রকম কথা বলছে। তার কোনো কথার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাচ্ছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, আমরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটি উদ্ধারে মাঠে একাধিক টিম কাজ করছে।

আকাশ আহম্মেদ সোহেল/এএমকে