ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মাগুরা সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণ শিকারের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরের দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরীর বড়বোন জানান, মঙ্গলবার রাতে তার বাকপ্রতিবন্ধী বোন ও মা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় গ্রামের বাদশা শেখ ঘরের মধ্যে প্রবেশ করে। বাদশা তার প্রতিবন্ধী কিশোরী বোনকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। এ সময় বাদশা শেখ তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
হাসপাতালের গাইনি ওয়ার্ড সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় ১৬ বছর বয়সী এক মেয়েকে সকালে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
মাগুরা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের ডা. নাকিমা বলেন, মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে। ধর্ষণের ঘটনায় তার শরীর থেকে নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না।
বিজ্ঞাপন
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কিশোরী যেহেতু বাকপ্রতিবন্ধী সেহেতু তার কাছে থেকে কোন কিছু শোনা সম্ভব হয়নি। তার মাকে বলেছি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে। ঘটনা শোনার পর থেকেই আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।
তাছিন জামান/এমটিআই