ব্র্যান্ডের নকল আইসক্রিম তৈরি, দুইজনকে কারাদণ্ড
ব্যান্ডের নকল আইসক্রিম ও শিশু খাদ্য তৈরির অভিযোগে ঢাকার সাভারে আইমান ফুড এন্ড এগ্রো নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত কারখানাটি সিলগালা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার।
বিজ্ঞাপন
জানা যায়, কারখানার ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য কুলফি আইসক্রিম, আইসনলিসহ বিভিন্ন খাবার তৈরি করছিল। এছাড়া লাভেলো ব্যান্ডেল আইসক্রিমের মোড়কে নকল আইসক্রিম তৈরি ও বিক্রয় করছিলেন কারখানার অসাধু চক্র।
অভিযান শেষে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল শিশু খাদ্য ও ব্র্যান্ডের আইসক্রিম। মূলত ওই কারখানার বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। এছাড়া লাভেলো ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি। সেই কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাঈমকে ছয় মাসের ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা মোঃ হেলালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।
বিজ্ঞাপন
এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লোটন আচার্য্য/এমটিআই