উপজেলা পরিষদ নয়, যেন রাজনৈতিক পার্টি অফিস!
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের প্রবেশ পথে চোখে পড়ে সারি সারি ব্যানার-ফেস্টুন। প্রথম দেখায় মনে হবে এটি কোনো সরকারি কার্যালয় নয়, যেন রাজনৈতিক পার্টি অফিস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে দেয়াল ও আশপাশের এলাকাজুড়ে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন টানানো হয়েছে। এসব ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সংগঠনের নাম, ছবি ও পদবি স্থান পেয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ হলো জনগণের দপ্তর, যেখানে সাধারণ মানুষের সেবা দেওয়ার কথা। কিন্তু ব্যানার-ফেস্টুনে সেজে ওঠায় এখন এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের এক ধরনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। এতে উপজেলা পরিষদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে।
স্থানীয় নাগরিক রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদের প্রাঙ্গণের যে অবস্থা তাতে মনে হয় যেন পৈত্রিক সম্পত্তি দখল করা হচ্ছে। এ বিষয়ে সচেতন মহল মনে করেন, উপজেলা পরিষদ একটি প্রশাসনিক প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক প্রদর্শনী না করে জনগণের স্বার্থে কার্যক্রম ও সেবা নিশ্চিত করার পরিবেশ তৈরি করা জরুরি।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কার্যালয় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেনি।
আরিফুল ইসলাম সাগর/আরকে