খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে মানিক নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার জয়পুর গ্রামের একটেল টাওয়ারের পিছনে এ ঘটনা ঘটে। নিহত মানিক বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা খুব কাছ থেকে মানিকের মাথা ও মুখমন্ডল লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মানিক। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং মানিকের লাশ উদ্ধার করেছে।

ঘটনার পরপর এলাকায় চরম আতংক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

রূপসা থানা পুলিশের ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাইপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির দুটি খালি খোসা উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোহাম্মদ মিলন/এমটিআই