ফরিদপুরের কানাইপুরে নিখোঁজের এক দিন পর পানিতে ভেসে উঠল দেড় বছরের শিশুর মরদেহ। বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) ভোর ৫টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৫টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে মৃত্যু হওয়া ওই শিশুর নাম তৌহিদ খলিফা। তৌহিদ ওই গ্রামের বাসিন্দা রুবেল খলিফার ছেলে। রুবেল খলিফা দুবাই প্রবাসী। তার দুই ছেলের মধ্যে তৌহিদ ছোট।

উল্লেখ্য, বুধবার দুপুরে পুকুরপাড় থেকে নিখোঁজ হয় শিশুটি। তার পরিবার শিশুটিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে ফরিদপুর দমকল বাহিনীর একটি ডুবুরি দল এসে পুকুরে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পায়নি।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিশুটির কাকা দুলাল ফকির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটির স্বজনদের সান্ত্বনা দেন। তিনি বলেন, এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা তা বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

জহির হোসেন/আরকে