চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর তাসনুয়া তাবাসুম (৩) নামে এ শিশুর বস্তাবন্দি মরদেহ করেছে পুলিশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাচি সাথী আক্তারকে গ্রপ্তার করা হয়েছে। সাথী মো. রিপন পাটোয়ারীর স্ত্রী।

নিহত তাসনুয়া তাবাসুম উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পাঞ্চাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা রুবেল বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শাহারাস্তি থানা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় তাসনুয়া তাবাসুম খেলাধুলা করতে নিজ বসতঘর বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বসতঘরের পেছনের পুকুরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, বৃধবার সকাল ১০টায় শিশুটির চাচি সাথী আক্তার ভাত রান্না করেন। এ সময় ভাতের মাড় ফেলার সময় ভাতসহ মাড় শিশুটির শরীরে পড়ে সারা শরীর ঝলসে যায়। পরে শিশুটি চিৎকার করলে চাচি সাথী আক্তার তার কান্না থামাতে গলা চেপে শ্বাসরোধে হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ বস্তাবন্দি করে বসতঘরের সিলিংয়ের ওপর উঠিয়ে রাখেন। বৃহস্পতিবার মরদেহ থেকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ালে বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে অভিযান চালিয়ে ও শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চাচিকে গ্রেপ্তর করা হয়। তাকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আনোয়ারুল হক/এএমকে