অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান। ফ্যাসিবাদ বারে বার ফিরে আসার চেষ্টা করলে তাকে দমন করতে হবে।
 
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ সৃতিসম্ভের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। সেই অধিকার আদায়ের সংগ্রাম দমন করা হয়েছে। ফেরেস্তার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত।  

উপদেষ্টা আরও বলেন, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আমাদের তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার গঠিত। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

আশিকুর রহমান/আরকে