রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা এলাকার মো. বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) ও পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। এছাড়া গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাংশা পৌরসভার পালপাড়া এলাকার মৃত- মজিবর রহমানের ছেলে শাওন (২১)। তবে পালপাড়ার জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু পাংশা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে পাংশা পর্যন্ত  মোটরসাইকেল রেস করছিল। শেষ বার তারা কালুখালীর দিক থেকে পাংশা আসার পথে বাংলাদেশ হাট নামক এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ লাগে। এসময় তারা সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ির নিচে তিনজন চাপা পড়ে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় অজ্ঞাত দ্রুত গতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে