সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন, হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ করছেন এলাকাবাসী। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক আন্দোলনকারী মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া আন্দোলনে এই মৃত্যুর ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাবিবুর রহমান ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। তিনি ভাঙ্গা বাজারে ইয়ার মার্কেটে ব্র্যাক ব্যাংকের নিচতলায় আতিয়ার স্টোর নামে একটি মুদি দোকান চালাতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
তার মামাতো ভাই রেজাউল করিম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাবিবুর রহমান ভাঙ্গা গোলচত্ত্বরে আন্দোলনে অংশ নিতে যান। সেখানে হঠাৎ শরীর খারাপ লাগলে একটি ভ্যানে চড়ে নিজের দোকানে ফিরে আসেন। দোকানে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করছি, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি, তিনি নিজের দোকানেই অসুস্থ হয়ে মারা যান।
আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম.ম. সিদ্দিক বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহত ব্যক্তির বাড়ি আমার পাশেই। আন্দোলন শেষে অসুস্থতা বোধ করলেই তিনি দোকানে ফিরে যান। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় একই দাবিতে টানা সড়ক অবরোধ করে এলাকাবাসী। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে।
জহির হোসেন/এএমকে