জলদস্যু কাজল-মুন্না বাহিনীর ৩ সদস্য আটক, উদ্ধার দুই জেলে
সাতক্ষীরার শ্যামনগরে পশ্চিম সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে যশোরের অভয়নগর উপজেলার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- চিত্তরঞ্জন মল্লিকের ছেলে সুব্রত মল্লিক (৪৩), পরিতোষ রায়ের ছেলে বিপ্লব রায় (৩২) ও মৃত কৌতুক বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস (৭২)।
তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় সুন্দরবন থেকে মুক্তিপণের জন্য জিম্মি হওয়া দুই জেলে—আব্দুস সালাম (২৫) ও বিজয় ধীবর (২৭)—কে উদ্ধার করে পুলিশ। তারা যথাক্রমে কালিঞ্চি গ্রামের নুরহোসেন এবং ভেটখালী নুতনঘেরি গ্রামের হরেকৃষ্ণ ধীবরের ছেলে।
বিজ্ঞাপন
এর আগে স্থানীয় রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ থানায় মামলা করেন। মামলায় তিনি জানান, ৪ সেপ্টেম্বর সকালে বনবিভাগের অনুমতিপত্র নিয়ে ছয় জেলে সুন্দরবনে গেলে দুপুরে পায়রাটুনি খালে জলদস্যুরা তাদের অপহরণ করে। পরে মুক্তিপণের টাকা নির্দিষ্ট বিকাশ নম্বরে পাঠাতে বলে। একদিন পর দু’জনকে জিম্মি রেখে বাকি চারজনকে ছেড়ে দেয় তারা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মামলার পরপরই প্রযুক্তির সহায়তায় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৭৪ হাজার টাকা, বিকাশের সিম ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার হতো। দুই দেশের সীমান্তবর্তী এলাকার কিছু ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত।
ইব্রাহিম খলিল/আরকে