খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া গুলি ও চায়নিজ রাইফেলের চার্জারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর শের-এ-বাংলা রোডের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।

বুধবার (১০ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে হাসানুর রহমান রাহুল ও শাহরিয়া রহমান সম্রাটের হেফাজত থেকে ৭.৬২ মিমি চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি এবং গুলি ভরার ৪টি চার্জার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তারা খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এই গুলি লুট করে। পরে তা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।

পুলিশ জানায়, তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের হেফাজতে অতিরিক্ত অস্ত্র বা গোলাবারুদ আছে কিনা এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এআরবি