খাগড়াছড়ির পানছড়িতে ময়নাল হোসেন ভুট্টো (৩৫) নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানছড়ি সদরের দমদম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 

আহত ময়নাল হোসেন ভুট্টো দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। 

তার স্ত্রী জানান, সন্ধ্যার আগে তিনি ঘাস কাটতে বাড়ি থেকে কিছু দূরে গেলে ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। 

পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদদীন বলেন, একজনকে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। তবে এখনো থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আহত ময়নাল হোসেন পানছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলাসহ অন্তত ১২ মামলার এজাহারভুক্ত আসামি।

মোহাম্মদ শাহজাহান/এমএসএ