বাড়ি ফিরে দেখেন, সন্তানের মরদেহ পুকুরে ভাসছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তাবাসসুম আক্তার নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চানন্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তাবাসসুম আক্তার ওই গ্রামের সিরাজ মিয়ার বাড়ির মো. রাজুর তৃতীয় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়েকে দাদির কাছে রেখে তার মা পাশের বাড়িতে যান। তার বাবা রাজু চেয়ারম্যান ঘাটের দোকানে যান। তাবাসসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন খবর পেয়ে দুইজনই ঘরে ফিরে আসেন। কিছুক্ষণ পর তারা ঘরের পাশের পুকুরে তাবাসসুমকে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত শিশুর দাদা মো. বাহার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শিশুটি খুব হাসিখুশি ছিল। মাত্র দেড় বছরের ফুটফুটে শিশুকে হারিয়ে বাবা-মা ভেঙে পড়েছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই শিশুর মরদেহ দাফন করা হয়েছে। যেহেতু হাতিয়ার চারপাশে নদী, তাই আমাদের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা উচিত।
হাসিব আল আমিন/এএমকে