সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার
গ্রেফতার আবু সাঈদ সুইট
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) রাত ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন ইবি রোডের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি জানান, তার (আবু সাঈদ সুইট) বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। এর মধ্যে এখন পর্যন্ত তিনটি মামলায় ওয়ারেন্ট আছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু ঢাকা পোস্টকে বলেন, আমরা একসঙ্গেই রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আসছিলাম। এমন সময় ইবি রোডের শহীদ মিনারের সামনে থেকে সুইটকে গ্রেফতার করা হয়। আমি সুইটকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
গ্রেফতার আবু সাঈদ সুইট সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে গ্রেফতার করায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।
শুভ কুমার ঘোষ/আরএআর