রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ইলিয়াছ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ইলিয়াছ (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয়রা। আটকের পর ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। ইলিয়াছ ভাসানচরের ৭৯ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ হোসেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আটক হওয়া রোহিঙ্গা যুবক ইলিয়াস থানা হেফাজতে আছে। তার ভাসানচর থেকে সুবর্ণচরে আসার পিছনে কোনো দালাল চক্র কাজ করছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় চরজব্বার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোহাম্মদপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ওই রোহিঙ্গা যুবক মোহাম্মদপুর ইউনিয়নের একটি মসজিদে অবস্থান করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য, গত ১১ জুন ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তাদের কক্সবাজার নেওয়ার কথা বলে কোম্পানীগঞ্জের চর এলাহি ঘাটে নামিয়ে দিয়ে যায় দালাল ও নৌকার মাঝিরা।

এর আগে গত ২০ মে ভাসানচর থেকে পালিয়ে যাওয়া দুই রোহিঙ্গা কিশোরীকে সুবর্ণচরে আটক করে স্থানীয়রা। ওইদিন রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তবে তাদের সঙ্গে থাকা দুই পুরুষ রোহিঙ্গা এ সময় পালিয়ে যায়।

হাসিব আল আমিন/এমএইচএস