ভাঙ্গায় ৭ ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া অবরোধ সাত ঘণ্টা পর তুলে নিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নিয়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিজ্ঞাপন
সকাল পর্যন্ত সড়কে চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধে অংশ নেন হামিরদী ও সুয়াদী ইউনিয়নের শত শত মানুষ। তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভাঙচুর চালানো হয় ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবে।
বিজ্ঞাপন
এছাড়া, পুলিশের অন্তত চারটি গাড়ি ভাঙচুর এবং ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সাত ঘণ্টা অবরোধে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন
আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগান ছিল- ‘আলগী-হামিরদী ফিরিয়ে দে, নইলে রাজপথ ছাড়বো না!’ ‘ভাঙ্গার মানুষ জেগেছে, অন্যায় গেজেট ভেঙেছে!’ ‘আমার মাটি, আমার মা-নগরকান্দায় দেবো না!’
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমাদের থানা ভবনে হামলা হয়েছে। বর্তমানে আমরা সেখানে অবস্থান করছি। দুপুরের পর আমরা মহাসড়কে যাইনি। তবে সন্ধ্যা ছয়টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছেন স্থানীয়রা। সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।
জহির হোসেন/এআরবি