হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং ও মাধবপুর উপজেলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে ও বিকেলে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, উপজেলার দেশমুখ্য পাড়ায় পুকুরের ডুবে তাছফিয়া (৯) ও তার চাচাত বোন নুসরাত (৮) মারা যায়। তাছফিয়া ওই এলাকার নুর মিয়ার মেয়ে এবং নুসরাত নুরফল মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
বুধবার বিকেলে বাড়ির পাশের বাবুর তলাব নামক একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২) খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ নুর উদ্দিন/এমএইচএস