চুয়াডাঙ্গায় আবারও করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩
চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।
জেলায় একদিনে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যা দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। শনাক্তের হার বিবেচনায় ৪৬.৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০৪ জনে দাঁড়াল।
বিজ্ঞাপন
এদিকে জেলায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৬৬ জনের ও জেলার বাইরে ৮ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৯২৯ জন।
বিজ্ঞাপন
বুধবার (১৬ জুন) চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে ১২৮টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে শনাক্ত হয় ৫৯ জনের। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ২৯ জনই সদর উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৪ জন ও জীবননগর উপজেলার ৮ জন ও দামুড়হুদা উপজেলার ১৮ জন।
এদিন নতুন আরও ১৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৫০০ জনের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৯২৫ জনের।
বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৪০১ জন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১২১ জন, আলমডাঙ্গা উপজেলার ২৭ জন, দামুড়হুদা উপজেলার ১৬২ জন ও জীবনগর উপজেলার ৮১ জন রয়েছেন।
সদর উপজেলার ১২১ জনের মধ্যে ১৭ জন হাসপাতালে, বাড়িতে ১০৩ জন থেকে চিকিৎসা নিচ্ছেন। একজনকে রেফার্ড করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলায় ২৭ জনের মধ্যে ২০ জন বাড়িতে, ৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১ জনকে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা উপজেলার ১৬২ জনের মধ্যে বাড়িতে ১৪৮ জন ও হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। রেফার্ড করা হয়েছে ২ জনকে। জীবননগর উপজেলার ৮১ জনের মধ্যে একজন হাসপাতালে ও ৮০ জন বাড়িতে আইসোলেশনে রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, বুধবারের ফলাফলের মধ্যে জেলায় একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত। এছাড়াও জেলায় প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে। অক্সিজেনেরও সংকট নেই।
আফজালুল হক/এমএইচএস