চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদ।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে রান্নাঘর ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়। রোগীদের খাবারের মান যাচাই করতে গিয়ে দেখা যায়, সরবরাহকৃত মাছের ওজন নির্ধারিত মানের চেয়ে কম। এ ছাড়া, হাসপাতালের বিভিন্ন অপারেশনের নথি সংগ্রহ করে দুদক কর্মকর্তারা।

উপপরিচালক তরুণ কান্তি ঘোষ ঢাকা পোস্টকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। রোগীদের খাবার সরবরাহে অনিয়ম ধরা পড়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ভুয়া অপারেশনের অভিযোগের বিষয়েও হাসপাতাল থেকে নথিপত্র জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুদকের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

আফজালুল হক/এএমকে