ভারত থেকে আসা ৩১ লাখ টাকার হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মাদক জব্দ ও মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কালামপুর ও সন্ধ্যায় ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা এলাকার মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছা. শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।

সংবাদ সম্মেলন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের কালামপুর ও ঢুলিভিটা থেকে পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়েছে। মূলত হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে ধামরাইয়ে ব্যবসা করতেন। পৃথক অভিযানে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এমএন