শেরপুরে নদীতে পানি বৃদ্ধি, মহারশি ও সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে ভাঙন
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মহারশি ও সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীগুলোর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কিছু চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও ঘর-বাড়ি প্লাবিত হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, হঠাৎ পানি বাড়তে শুরু করায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক পরিবার গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, এই পানি অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এসেছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে শুকনো খাবার ও টিন মজুদ রয়েছে।
ভাঙন পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো গত বছর ছিল না। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হচ্ছে, ভাঙন রোধে কাজ চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিলে জরুরি সহায়তা দেওয়া হবে।
নাইমুর রহমান তালুকদার/এআরবি