পটুয়াখালীর বাউফল উপজেলার সাবেক এক ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম খান টিপু একটি অন্ধকার জায়গায় ইয়াবা সেবন করছেন। কেউ সেই দৃশ্য গোপনে ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় রাজনৈতিক কর্মীরাও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন।

উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ফিরোজ হোসেন বলেন, টিপু ছাত্রদলের সাবেক নেতা। সে এখন রাজনীতিতে আছে কিনা জানি না। তবে নেশার কারণে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এমন ভিডিও রাজনৈতিক কর্মীদের জন্য খুবই হতাশাজনক।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম বলেন, ভিডিওটি যে ব্যক্তির, তাকে আমি চিনিনা। তবে এমন কাজ আমাদের কষ্ট দেয়। ছাত্রদল কখনোই মাদককে সমর্থন করে না।

অন্যদিকে, টিপু অভিযোগ করেন, ভিডিওটি ভুয়া। এটি বানিয়ে আমাকে অপমান করা হচ্ছে।

এআরবি