নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
এ সময় নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে দিয়েছেন। তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না। ইচ্ছে মতো তারা কমিটি দেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ও স্থানীয় পর্যায়ে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে আজকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম।
আরএআর
বিজ্ঞাপন