সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
নারায়ণগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইসরাত জাহান রুবাইয়া (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সোনারগাঁও পৌর এলাকার দৈলেরবাগ গ্রামে বাড়ির পাশের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বিলে সাঁতার শিখতে যায়। একপর্যায়ে রুবাইয়া পানিতে তলিয়ে গেলে অনেক খোঁজাখুঁজির পর বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতের বড় বোন ইভা আক্তার বলেন, আমার বোন সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখত। স্বপ্ন পূরণ করতে সব দিক থেকে দক্ষ হতে হবে—এই চিন্তা থেকে সে সাঁতার শিখতে চেয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে স্কুলছাত্রী নিহতের খবর পেয়েছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।
মো. মীমরাজ হোসেন/এএমকে