বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল, সচিব শাহীন
ছবি: বাম থেকে, নজরুল ইসলাম মোল্লা (আহবায়ক), হুমায়ুন হাসান শাহীন (সদস্য সচিব) ও ফজলুল হক মাস্টার (যুগ্ম আহ্বায়ক)
বরগুনা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক এবং হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আব্দুল আলীম/এআরবি
বিজ্ঞাপন