সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ায় ১৫ বাংলাদেশি আটক, বিজিবির কাছে হস্তান্তর
অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করায় ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রোববার (২১ সেপ্টেম্বর) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. আবুল কাশেম।
বিজ্ঞাপন
আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা উপজেলার জোড়শিং ও পাটাখালী, যশোরের অভয়নগর এবং শরীয়তপুরের আঙ্গারিয়ার বাসিন্দারা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাইয়ের পর আটককৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
ইব্রাহিম খলিল/এমজে