ঠাকুরগাঁওয়ে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মকবুল হোসেন (৫৭) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার জগথা কলপাড়ায় এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে।

এ ঘটনায় রোববার দিবাগত রাতে বৃদ্ধ মকবুল হোসেনকে আসামি করে ভুক্তভোগীর বাবা পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মকবুল হোসেন ওই এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে ও পেশায় মেকানিক বলে জানা গেছে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে শিশুটি মকবুল হোসেনের বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মকবুল তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের শোবার ঘরে ডেকে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে মকবুল পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে দেন।

ভুক্তভোগী শিশুটির বাবা ঢাকা পোস্টকে বলেন, মকবুল আমার ছয় বছরের শিশু সন্তানের সর্বনাশ করেছে। মেয়েটা হাসতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। মকবুলের বিরুদ্ধে অভিযোগ না দেওয়ার জন্য তার পরিবারের লোকজন ও কিছু রাজনৈতিক ব্যক্তি আমাকে বোঝাচ্ছে। আমি মকবুলের কঠোর শাস্তি চাই। তাই গতকাল থানায় অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, অভিযোগ দেওয়ার পর রাজনৈতিক দলের ব্যক্তিরা ও মকবুলের পরিবারের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন আমাকে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশকে বললে তারা বলে, আসামি পলাতক তাই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রেদওয়ান মিলন/এএমকে