ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর পিয়াস শেখ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে উপজেলার তিন নম্বর ওয়ার্ডের চণ্ডীদাসদি মহল্লার আকরাম শেখের বাড়িতে একটি পরিত্যক্ত টিনের ছাপড়া ঘর থেকে পিয়াসের লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পিয়াস শেখ ভাঙ্গার চণ্ডীদাসদি মহল্লার ফেরদাউস শেখের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে পিয়াস ছোট। তার বাবা ফেরদাউস শেখ স্থানীয় একটি করাতকলে কাজ করে।
পরিবার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পিয়াস বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তিন দিন পর, ২১ সেপ্টেম্বর রাতে আকরাম শেখের পরিত্যক্ত টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বাড়ির লোকজন ঐ ঘরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
বিজ্ঞাপন
ভাঙ্গা থানা পুলিশ ঐদিন ঘটনাস্থলে এসে রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে। লাশটি বাঁশের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেব আলী মাতুব্বর জানান, পিয়াস জেদি ছেলে ছিল। সে তার বাবার কাছে দাবি করে, সাত দিনের মধ্যে তাকে ইতালি পাঠাতে হবে। তার বাবা ছেলের এ দাবি পূরণের জন্য আরও কিছুদিন সময় চেয়েছিল। ঐদিন তার বাবার সঙ্গে বাকবিতণ্ডা করে বাড়ি থেকে বের হয়ে যায় পিয়াস। এরপর তিন দিন নিখোঁজ থাকার পর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ শেখ বলেন, এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/বিআরইউ