আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী দুর্গাপূজা চলাকালে অবৈধ অনুপ্রবেশ, পাসপোর্ট ও ভিসাবিহীন পারাপার এবং চোরাচালান কার্যক্রম রোধে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে একমত হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে মোট ৪৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ইব্রাহিম খলিল/এএমকে