বিল বেশি আসায় পল্লী বিদ্যুৎকর্মীকে বেঁধে রাখলেন নারী
বরগুনায় বিদ্যুৎ বিল বেশি আসায় পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে সিমা আক্তার নামে এক নারী গ্রাহকের বিরুদ্ধে। পরে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার করে ওই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একইদিন সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী শিব রতন নিয়মিত কাজের অংশ হিসেবে পাকুরগাছিয়া এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ বিল পৌঁছে দিতে যান। এ সময় ওই এলাকার বাসিন্দা সিমা আক্তার বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি শিব রতনকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিব রতনকে উদ্ধার করে এবং সিমা আক্তারকে আটক করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী শিব রতনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সিমা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুল আলীম/এআরবি