মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বাসচাপায় এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও টঙ্গীবাড়ী থানা পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টংগিবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় ঘাতক বাসটি ওই মাদরাসা ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাসচালক জামাল পালিয়ে যায়। নিহত আরবি (৬) স্থানীয় মাদরাসা হতে বাড়ি ফিরছিল। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঘাতক বাসের ড্রাইভার জামাল একজন মাদকসেবী। তিনি মাদক খেয়ে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

টংগিবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, বাসটি ঢাকা হতে টঙ্গীবাড়ি আসছিল। পথে মাদরাসা ছাত্রীকে চাপা দিলে সে নিহত হয়। ঘটনার পরে বাস চালক পালিয়ে যায়। এই ঘটনায় বিক্ষিপ্ত জনতা ঘাতক বাসটিতে আগুন দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আমরা বেশ কিছুটা আহত হই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব. ম শামীম/আরকে