টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে প্রেমিক রশিদ ও তার পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী নারীর বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলা হওয়ার পরপরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রশিদ (২২), তার বাবা আব্বাস আলী (৪৫) ও মা চন্দ্র ভানু (৪০)।

গত বৃহস্পতিবার দুপুরে রোজিনা স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ, তার বাবা ও অন্যরা মিলে তাকে গাছে বেঁধে মারধর করেন। এতে রোজিনা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনা (৩০) ও রশিদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়েও হয় তাদের। তবে বিয়ের পর রশিদ রোজিনাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানান তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরিফুল ইসলাম/এআইএস