দেশের তরুণদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা জাতীয় পর্যায়ে উপস্থাপন করার জন্য আয়োজন করা হয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫। আগামী ৩০ সেপ্টেম্বর অনলাইন নিবন্ধনের শেষ দিন।

এ বছর ফেস্টে অংশগ্রহণ করছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিইউইটি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহ শিক্ষার্থীরা ইতোমধ্যে নিবন্ধন করেছে।

প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন সেগমেন্টে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা প্রতিটি সেগমেন্টে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রমাণ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিজনেস কেস প্রতিযোগিতা-দলগত কৌশলগত চিন্তা ও বিশ্লেষণ পরীক্ষা, সৃজনশীল কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা-এককভাবে সৃজনশীল লেখা ও প্রকাশনার দক্ষতা প্রদর্শন ও প্রমো অ্যাডস মেকিং প্রতিযোগিতা-দলগতভাবে বিজ্ঞাপন নির্মাণ ও সৃজনশীল ধারণা উপস্থাপন।

ফেস্টটি আয়োজন করেছে ইউএনওয়াইএসএবি, রাজশাহী বিভাগ এবং প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করবেন অভিজ্ঞ বিচারকরা। দেশের শিক্ষার্থীদের জন্য এটি জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

এমএএস