কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। ডলফিনটির শরীরের চামড়া সম্পূর্ণ উঠে গেছে, গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না। ৭ ফুট দৈর্ঘ্যের এই মৃত ডলফিনটি দেখতে সৈকতে ভিড় করেন অনেকে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটির মরদেহ দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য জামাল। এরপর বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যদের খবর দেওয়া হয়। পরে তারা এসে দ্রুত এটিকে সৈকত থেকে তুলে নিয়ে মাটিচাপা দেয়।
বিজ্ঞাপন
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দেওয়া তথ্য মতে জানা যায়, ২০২৫ সালে এখন পর্যন্ত ১১টি ডলফিন ভেসে এসেছে মৃত অবস্থায়। ২০২৪-এ ১০টি এবং ২০২৩-এ সংখ্যাটি ছিল ১৫।
উপকূল পরিবেশ আন্দোলন (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, দেখে মনে হচ্ছে দুদিন আগে মারা গেছে। দুর্গন্ধে কেউ পাশে দাঁড়াতে পারছে না। কেন এত ডলফিন মারা যাচ্ছে, তার সঠিক কারণগুলো বের করা দরকার।
বিজ্ঞাপন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাজেদুল হক বলেন, আমরা অনুমান করি জাল, জাহাজের ধাক্কা, মাইক্রোপ্লাস্টিক! কিন্তু এগুলো শুধু অনুমান। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা হয় না। সত্য জানি না, বুঝি না। তবুও মৃত্যুর মিছিল চলছেই।
বন বিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে মৃত ডলফিনকে দ্রুত উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিবারই মাটিচাপা দিয়ে শেষ করা হয়। কিন্তু শুরু হয় না তদন্ত, রক্ষা বা প্রতিরোধ।
এসএম আলমাস/আরএআর