বরিশালের আলোচিত কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি  বিএনপি কর্মী তুহিন হাওলাদারকে (৫০) ভোলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত তুহিন হাওলাদার বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হকের ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী বলেও জানায় র‍্যাব।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। 

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, বরিশালের বানারীপাড়া থানার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হাওলাদারকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর আসামি তুহিন হাওলাদারকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন,গ্রেপ্তার তুহিন হাওলাদারসহ মামলার এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের সাথে নিহত আব্দুল লতিফের চলমান রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা আব্দুল লতিফকে লাথি, ঘুষি এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে অন্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। অন্ডকোষে আঘাতের ফলে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। 

আসামি তুহিন হাওলাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 

খাইরুল ইসলাম/আরএআর