মাদক ব্যবসায়ীরা যেন নির্বাচনে কালো টাকা ছড়াতে না পারে
উপজেলা পরিষদ সভাকক্ষে ‘আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ‘আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে খানসামা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপ এ সভার আয়োজন করেন।
বিজ্ঞাপন
পিস ফেসিলিটেটর গ্রুপের রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
পিস ফেসিলিটেটর গ্রুপের রংপুর বিভাগীয় সমন্বয়কারী সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে কোনো মাদক ব্যবসায়ী কালো টাকা ছড়িয়ে ভোটারদের যেন বিভ্রান্ত করতে না পারে; সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নির্বাচনে এসে মানুষকে যেন বিভ্রান্ত করতে না পারে সেদিকেও ভোটার, স্থানীয় প্রসাশনসহ প্রত্যেক দপ্তরের লোকদের সজাগ থাকতে হবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন, পিস ফেসিলিটেটর রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর রাজেশ দে, খানসামা পিস ফেসিলিটেটর গ্রুপের কো-অর্ডিনেটর নুরুল হক।
এএম